নিজস্ব সংবাদদাতাঃ পাঞ্জাবঃ আজ আচমকা পাঞ্জাবের লুধিয়ানার ডিসট্রিক্ট আদালতে আইনজীবীদের ধর্মঘট চলাকালীন বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা আদালত চত্বর। এই বিস্ফোরণে মৃত্যু হয়েছে ২ জনের আর আহত হয়েছেন প্রায় ১০ জন। বিস্ফোরণটি আদালতের চারতলায় শৌচালয়ে হয়েছিল।
বিস্ফোরণে গ্রাউন্ড ফ্লোরে দাঁড়িয়ে থাকা যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের হাসপাতালে নিয়ে যায়। চণ্ডাগঢ় থেকে বোম্ব স্কোয়াড ও ফরেন্সিক দল ডেকে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। এছাড়া গোটা এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
তদন্ত অনুযায়ী জানা গিয়েছে, আদালতে আইইডি ব্লাস্ট হয়েছে। রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছে। বিস্ফোরণ হতেই আদালত চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একজন প্রত্যক্ষদর্শী জানান, “অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি এসে এই বিস্ফোরণ করিয়েছে”। তবে ইতিমধ্যে পুলিশ পুরো ঘটনাটির তদন্তে নেমেছে।
প্রাক্তন মুখ্য়মন্ত্রী অমরিন্দর সিংও টুইট করে লিখেছেন, “লুধিয়ানা আদালত চত্বরে বিস্ফোরণ হওয়ার খবর পেলাম। দু’জনের মৃত্যুর খবরে অত্যন্ত দুঃখিত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। পঞ্জাব পুলিশকে এই ঘটনার শেষ অবধি যেতেই হবে”।