নিজস্ব সংবাদদাতাঃ রাজস্থানঃরাজস্থানের কারাউলি জেলার সাপোতারা গ্রামে একটি শিবমন্দিরে পুজো দিতে গিয়ে মন্দিরের তলায় চাপা পড়েন কয়েক জন মহিলা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
সূত্রের ভিত্তিতে জানা গেছে, মন্দিরের আশপাশে পাকা নালার নির্মাণকাজ চলাকালীন একটি জেসিবি অর্থাৎ মাটি কাটার যন্ত্র ব্যবহার হয়েছিল। ওই যন্ত্রে করে নির্মাণস্থল থেকে ভাঙাচোরা জিনিসপত্র নিয়ে অন্যত্র সরানো হচ্ছিল। কিন্তু আচমকা ওই যন্ত্র দিয়ে পাশের শিবমন্দিরে ধাক্কা লাগতেই তা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।
আর মাটি কাটার যন্ত্রটিও আটকে পড়ে। এর জেরে মন্দিরের ভিতরে যে দুই জন মহিলা পুজো দিচ্ছিলেন তারাও চাপা পড়ে যান। এরপর দ্রুত এলাকাবাসীরা তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠান। পাশাপাশি পুলিশও খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধারকাজে নেমে পড়েন।
এখনো অবধি আরও কেউ ওই মন্দিরের ধ্বংসাবশেষের তলায় আটকে রয়েছেন কি না তা জানতে দমকল বাহিনী তল্লাশি চালাচ্ছে।