নিজস্ব সংবাদদাতাঃ রাজস্থানঃ বৃহস্পতিবার রাজস্থানের যোধপুরের ফালোরি-জয়সলমের হাইওয়েতে পেট্রোল-ট্যাঙ্কারের সঙ্গে ট্রাকের সংঘর্ষে আগুনে ঝলসে মৃত্যু হলো ২ জনের।
সূত্রের খবর, পেট্রোল ভর্তি একটি ট্যাঙ্কার যোধপুর থেকে জয়সলমেরের দিকে যাচ্ছিল। তখন উল্টো দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ট্যাঙ্কারটিতে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতা এতটাই বেশী ছিল যে, সঙ্গে সঙ্গে পেট্রোল ট্যাঙ্কারে আগুন ধরে বিস্ফোরণ হয়।
আর আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ট্রাক ও ট্যাঙ্কার চালক বাইরে বেরোতে না পেরে ঝলসে মারা যায়। প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করার চেষ্টা করলেও দু’টি গাড়িতেই দাউ দাউ করে আগুন লাগার কারণে কিছু করা সম্ভব হয়নি। তবে দমকল বিভাগ খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে এনে ঝলসানো মৃতদেহ দুটি উদ্ধার করেন।