নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ বীরভূমের মহম্মদবাজারের হাবরাপাহাড়ি গ্রামে গুলি চালনার ঘটনায় মৃত্যু হয়েছে পাথর খাদানকর্মী ধানু শেখ ও ডোলকাটা প্রাইমারী বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষক ধনা হাঁসদার। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জানা গিয়েছে, ধানু এবং ধনা স্থানীয় একটি ক্লাবে বসে আড্ডা দিচ্ছিলেন। ওই সময় এক ব্যক্তি সাইকেলে করে ক্লাবের সামনে এসে দাঁড়িয়ে খুব কাছ থেকে কয়েক রাউন্ড গুলি চালান। ফলে ধানু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় ও ধনা আহত হয়। এরপর তড়িঘড়ি ধনাকে প্রথমে চিকিৎসার জন্য সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু শারীরিক অবস্থার অবনতির জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হলে সেখানেই মৃত্যু হয়। হাসপাতাল সূত্র মারফত খবর, ধনার পেটে গুলি লাগায় তা বার করা গেলেও অস্ত্রোপচার করার প্রয়োজন ছিল। তাই গতকাল রাতেরবেলা অস্ত্রোপচার চলাকালীনই তার কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হয়।
Sponsored Ads
Display Your Ads Here
ইতিমধ্যেই পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছেন। আর এটি ব্যক্তিগত আক্রোশ না এই গুলিকাণ্ডে অন্য কোনো উদ্দেশ্য ছিল তাও খতিয়ে দেখা হচ্ছে। যদিও এখনো অবধি কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
Sponsored Ads
Display Your Ads Here