নিজস্ব সংবাদদাতাঃ ওড়িশাঃ আজ মকর সংক্রান্তি উপলক্ষ্যে ওড়িশার কটকে মন্দিরে যাওয়ার পথে একটি সেতুতে ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে প্রায় ২ জনের। আর গুরুতর জখম হয়েছেন শিশু ও মহিলা সহ অন্তত ১০ জন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্রে খবর মারফত জানা গিয়েছে, এদিন কটকে মহানদীর উপর ৪.৩ কিলোমিটার দীর্ঘ বড়ম্বা-গোপীনাথপুর টি-ব্রিজে দু’লক্ষের বেশী ভক্তের জমায়েত হয়েছিল। ভক্তরা ওই সেতু পেরিয়ে সিংহনাথের মন্দির এবং তার সংলগ্ন মেলায় যাচ্ছিলেন।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
কিন্তু লক্ষ লক্ষ ভক্ত একসাথে সেতু পেরোনোর সময় এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ প্রশাসন খবর পেয়ে উদ্ধারকাজে নামেন। এরপর আহতদের স্থানীয় একটি মেডিকেল কলেজে নিয়ে ভর্তি করা হয়। যাদের মধ্যে কয়েকজন সংকটজনক অবস্থায় রয়েছেন।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code