নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ আজ ভোরবেলা নদীয়ার চাপড়া থানার চারাতলা এলাকায় নিয়ন্ত্রণ হারানো গাড়ির ধাক্কায় মৃত্যু হলো একই পরিবারের দুই জন সদস্যের। দুর্ঘটনাগ্রস্ত পরিবারের বাড়ি পলাশিপাড়া থানার তেহট্ট হাঁসপুকুরিয়ায়। মৃতরা হলো ঝর্ণা প্রামাণিক ও আবীর প্রামাণিক।
পরিবার সূত্রে খবর, পুজোর ছুটিতে ওই পরিবার কলকাতায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। গতকাল গাড়ি নিয়ে বাড়িতে ফেরার পথে এদিন ভোরবেলা গাড়ির চালক অতিরিক্ত গতি ও অন্ধকারে কুয়াশার মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বড়ো অশ্বত্থ গাছে ধাক্কা মারেন। এর জেরে গাড়ির সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায়।
আর গাড়ির সামনের দিকের আসনে ঝর্ণা দেবী এক বছরের আবীরকে নিয়ে বসে থাকায় দু’জনের মাথা থেঁতলে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়। এদিকে গাড়ির চালক অভিজিৎ মণ্ডল সহ বাকি তিন জন সদস্যকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরে শারীরিক অবস্থার অবনতির জন্য শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে চাপড়া থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করেছেন।