নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ আজ উত্তরপ্রদেশের লখনউয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামের বিশাল হোর্ডিং ভেঙে পড়ে মৃত্যু হলো চলন্ত স্করপিয়ো গাড়ির মধ্যে থাকা এক মহিলা ও তার কন্যার। মৃতেরা গাজিপুরের ইন্দিরা নগর কলোনির বাসিন্দা ৩৮ বছর বয়সী প্রীতি জাগ্গি ও ১৫ বছর বয়সী কন্যা অ্যাঞ্জেল।
সূত্রের খবর, প্রীতি ও অ্যাঞ্জেল ওই স্টেডিয়ামের পাশ দিয়ে একটি শপিং মলে কেনাকাটা করতে যাওয়ার পথে স্টেডিয়ামের দু’নম্বর ফটকের উপরে থাকা হোর্ডিং হঠাৎ খুলে নীচে পড়ে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। এতে গাড়ির একাংশ দুমড়ে মুচড়ে গিয়েছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালকও আহত হয়েছেন। এই ঘটনার পর সকলকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে প্রীতি এবং অ্যাঞ্জেলের আঘাত গুরুতর হওয়ায় মৃত্যু হয়। আর চালক চিকিৎসাধীন আছেন।
Sponsored Ads
Display Your Ads Here
ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়াম দেশের পঞ্চম বৃহত্তম আন্তর্জাতিক স্টেডিয়াম। এখানে চলতি বছরের আইপিএলের একাধিক ম্যাচ আয়োজিত হয়েছে। এই স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচও আয়োজন করা হয়। এখানে ৫০ হাজার মানুষের বসার বন্দোবস্ত রয়েছে। তবে পুলিশ এদিনের ঘটনায় প্রয়োজনীয় আইনী পদক্ষেপ গ্রহণ করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here