নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ গতকাল রাতেরবেলা বাঁকুড়ার ইন্দাস নন্দীপাড়ায় আচমকা একটি ঝিটেবেড়ার (মাটির বাড়ি) বাড়ি ধসে একই পরিবারের ২ জন সদস্যের মৃত্যু হয়েছে। মৃতদের নাম উজ্জ্বলা হাজরা ও দেব কেওড়া। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, উজ্জ্বলা দেবী ইন্দাস নন্দীপাড়া এলাকায় নিজেদের মাটির ঘরে পরিবার নিয়ে বসবাস করতেন। সম্প্রতি আবাস প্রকল্পে বাড়ির বরাদ্দ টাকা পাওয়ায় নিজের ঘর ভেঙে পাকা ঘর তৈরীর প্রক্রিয়া শুরু করেছিলেন। এই অবস্থায় পরিবারের সদস্যরা সাময়িকভাবে বাড়ির উঠোনের একপাশে থাকা একটি মাটির ঘরে আশ্রয় নিয়েছিলেন। আর গতকাল যখন ওই ঝিটেবেড়ার ঘরে উজ্জ্বলাদেবী নিজের নাতি দেব কেওড়াকে নিয়ে ঘুমোচ্ছিলেন, তখন ঝিটে বেড়ার ঘর হুড়মুড়িয়ে ভেঙে তাতেই চাপা পড়ে দু’জনের মৃত্যু হয়।
Sponsored Ads
Display Your Ads Here
এলাকাবাসীদের দাবী, “একটি পুকুরের জল তুলে ফেলার কাজ চলছিল। আর ওই পুকুরের সেচ করা জল উজ্জ্বলাদেবীর ঝিটেবেড়ার ঘরের পাশ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। তাতেই ঘরের দেওয়াল ভিজে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।” অতএব এলাকাবাসীরা গোটা ঘটনার তদন্ত ও দোষীদের শাস্তির দাবীতে সরব হয়েছেন। বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ প্রশাসনিক আধিকারিক ও পদাধিকারিরা এই দুর্ঘটনার খবর পাওয়ার পরই এলাকায় যান।
Sponsored Ads
Display Your Ads Here