নিজস্ব সংবাদদাতাঃ ঝাড়গ্রামঃ একইদিনে ঝাড়গ্রাম সহ পার্শ্ববর্তী অঞ্চলে সাপে কামড় দিলো মোট তিনজনকে। তিনজনকেই ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলেও ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ২ জনের।
জানা গেছে, রাতের বেলা ১৫ বছর বয়সী ঝাড়গ্রাম ব্লকের পুকুরিয়া গ্রামের বাসিন্দা দুর্গা হাঁসদা বাড়িতে খাওয়ার সময় একটি চিতি সাপ কামড়ে দেয়। পরিবারের সদস্যরা সাপটিকে দেখতে পেয়ে মেরে একটি জারে ভর্তি করার পর দুর্গাকে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। কোন সাপ তা জানতে পারায় চিকিত্সা ক্ষেত্রে সুবিধা হয়েছে। কিন্তু এখনো কিশোরীর অবস্থা অত্যন্ত সংকটজনক।
Sponsored Ads
Display Your Ads Here
এছাড়া মৃত দু’জন শিশুর মধ্যে একজন দেড় বছর বয়সী শুভঙ্কর সিং। বাড়ি ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ভাঙাগড় এলাকায়। গতকাল সন্ধে বেলা শুভঙ্কর বাড়ির উঠানে খেলা করার সময় একটি বিষাক্ত সাপ কামড়ে দেয়। ছেলের পায়ে সাপের কামড়ের দাগ দেখে পরিবারের সদস্যরা প্রথমে স্থানীয় ভাঙাগড় হাসপাতালে নিয়ে যায়। তবে শারীরিক অবস্থার অবনতি হলে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন।
Sponsored Ads
Display Your Ads Here
অপর একজন ১১ বছর বয়সী বোধা শবর। বাড়ি চাকুলিয়া গ্রামে। যখন বোধা ঘুমিয়েছিল তখন বিছানায় একটি বিষাক্ত সাপ কামড়ে দেয়। পরিবারের সদস্যরা সাপটিকে চলে যেতে দেখে তাকে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন।
Sponsored Ads
Display Your Ads Here
এই ঘটনা দু’টিতে দু’টি পরিবারের মধ্যে শোকের কালো ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন।