নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ এবার ফের বাঁকুড়ায় বজ্রপাতে জোড়া মৃত্যুর ঘটনা ঘটলো। গতকাল বাঁকুড়ার ইন্দাস ও পাত্রসায়ের থানা এলাকায় পৃথক পৃথক বজ্রপাতের ঘটনায় ২ জন ব্যক্তির মৃত্যু হয়। মৃতরা হলো ইন্দাস থানার পলাশী গ্রামের ৫৫ বছর বয়সী রাজু বাগদী এবং পাত্রসায়ের থানার পাটিত গ্রামে ৬৩ বছর বয়সী জয়ন্ত মন্ডল। গত পনেরো দিনে বজ্রপাতে এই জোড়া মৃত্যুতে জেলায় মৃতের সংখ্যা বেড়ে ১১ জন হয়েছে।
চলতি বছর বর্ষার শুরু থেকেই একের পর এক নিম্নচাপের জেরে বাঁকুড়ায় লাগাতার বৃষ্টি হচ্ছে। আর মাঝেমধ্যে মুহুর্মুহু বজ্রপাতের ঘটনাও ঘটছে। গত ২৪ শে জুলাই একইদিনে বাঁকুড়ায় বজ্রপাতে ন’জনের মৃত্যু হয়েছে। এবার ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই এদিন জেলার বিভিন্ন প্রান্তে বজ্রপাত সহ বৃষ্টি শুরু হয়। আর সেই বৃষ্টির সময় রাজুবাবু ও জয়ন্তবাবু আলাদা আলাদা ভাবে মাঠে আমনের চারা রোপণের কাজ করছিলেন।
কিন্তু বজ্রপাতের পর দু’জনেই মাঠের মধ্যে লুটিয়ে পড়েন। আর ঘটনাস্থলেই মৃত্যু হয়৷ পুলিশ খবর পেয়ে মৃতদেহ দু’টি উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান। এই মর্মান্তিক ঘটনায় রাজুবাবু এবং জয়ন্তবাবুর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
Sponsored Ads
Display Your Ads Here