নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ আজ নদীয়ার চাপড়ার বড়ো আন্দুলিয়া গ্রামের কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কের উপর দ্রুত গতির গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে ২ জন যুবকের। আর আহত হয়েছে গাড়ির দুই জন সওয়ারি। মৃতরা হলো ১৯ বছর বয়সী সানুয়ার শেখ ও ২০ বছর বয়সী সম্রাট শেখ। বাড়ি চাপড়া থানার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ফুলবাড়ি গ্রামে। আহতদের বাড়ি করিমপুর থানার গোয়াসে।
জানা যায়, এক জন বন্ধু তার অন্য বন্ধুকে বাইকে করে নিয়ে স্থানীয় বাজারে চুল কাটাতে যাচ্ছিল। তখনই দ্রুত গতির একটি মারুতি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পিছন দিক থেকে বাইকে সজোরে ধাক্কা মারে। এই ধাক্কার জেরে সানুয়ার এবং সম্রাট রাস্তায় ছিটকে পড়ে। আর মারুতি ভ্যানটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে যায়। এর ফলে ওই গাড়ির দু’জন সওয়ারিও আহত হন। এরপর তড়িঘড়ি স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা সানুয়ার ও সম্রাটকে মৃত বলে ঘোষণা করেন।
Sponsored Ads
Display Your Ads Here
পাশাপাশি বাকি দু’জনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গুরুতর আহত অবস্থায় তাদেরকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here