নিজস্ব সংবাদদাতাঃ বিহারঃ গতকাল লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় বিহারের পাঁচটি আসনে ভোটগ্রহণ ছিল। আর এই ভোটের ডিউটিতে গিয়ে আচমকাই দুই জন ভোটকর্মী অসুস্থ হয়ে পড়েন। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসদের মতে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে এই মৃত্যু হয়েছে। মৃতরা হলো শৈলেন্দ্র কুমার ও মহেন্দ্র শাহ।


সূত্রের খবর, শৈলেন্দ্র কুমার সুপল লোকসভা কেন্দ্রের এবং হোমগার্ড মহেন্দ্র শাহ আরারিয়া লোকসভা কেন্দ্রের বুথে ভোটগ্রহণের দায়িত্বে ছিলেন। কিন্তু ভোট চলাকালীন বুকে ব্যথা অনুভব করলে বুথেই প্রাথমিক চিকিৎসা করা হয়। তবে জ্ঞান না ফেরায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। উল্লেখ্য, এদিন সুপল, আরারিয়া ছাড়াও খাগরিয়া, মাধেপুরা ও ঝাঁঝরপুরে ভোটগ্রহণ ছিল।
Sponsored Ads
Display Your Ads Hereনির্বাচন কমিশন সূত্রে খবর, মোটের উপর বিহারে শান্তিপূর্ণ ভোট হয়েছে। কিন্তু কয়েকটি জায়গায় অশান্তির খবর পাওয়া গিয়েছে। খাগরিয়া লোকসভা আসনে একটি ভোটকেন্দ্রে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের অভিযোগ ওঠে। কঠোর নিরাপত্তায় সকালবেলা ৭টা থেকে সন্ধ্যাবেলা ৬টা অবধি বিহারের পাঁচটি আসনে প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে। যদিও ৬টার পরে অনেক বুথের বাইরে ভোটারদের লাইন লক্ষ্য করা গিয়েছে।