নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ গত বছরে একাধিক বার বলিউড তারকা সলমন খান প্রাণনাশের হুমকি পেয়েছেন। ফোন, ইমেলও হুমকি এসেছে। এবার নতুন বছরের শুরুতেই দুই জন দুষ্কৃতী মুম্বইয়ের কাছে পানভেলে সলমন খানের খামারবাড়িতে ঢোকার চেষ্টা করে। তবে মুম্বই পুলিশের তৎপরতায় ওই দুই জন দুষ্কৃতী গ্রেফতারও হয়।
সূত্রের খবর, অজেশ কুমার ও গুরুসেবক সিংহ নামে দুই জন ব্যক্তি নিজেদের ভাইজানের অনুরাগী বলে পরিচয় দিয়ে সলমন খানের খামার বাড়িতে ঢোকার চেষ্টা করে। এমনকি খামারবাড়ির চারপাশে কাঁটাতারের বেড়া কেটে পাঁচিল টপকে ভিতরে যাওয়ারও চেষ্টা করে। এরপর নিরাপত্তারক্ষীরা সন্দেহের বশে পুলিশকে ফোন করেন।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ এসে অজেশ এবং গুরুসেবককে গ্রেফতার করে তাদের কাছ থেকে ভুয়ো আধার কার্ড উদ্ধার করে। অজেশ নিজেকে ওমপ্রকাশ গিল ও গুরুসেবক নিজেকে তেজসিংহ শিখ নামে পরিচয় দিয়েছিল। প্রসঙ্গত, গত বছর নভেম্বর মাসে এক দল দুষ্কৃতী পাঞ্জাবী গায়ক গিপ্পি গ্রেওয়ালের কানাডার বাড়ির সামনে গুলি চালায়। এই ঘটনায় পাঞ্জাবী গায়ক সিধু মুসেওয়ালার হত্যাকাণ্ডে অন্যতম অভিযুক্ত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ওই হামলার দায় স্বীকার করেন।
Sponsored Ads
Display Your Ads Here
আর গিপ্পি গ্রেওয়াল সলমন খানের ভালো বন্ধু হওয়ায় লরেন্স বিষ্ণোই তাঁকে উদ্দেশ্য করে নেট মাধ্যমে জানান, ‘‘সলমনকে তো তুমি তোমার ভাই মনে করো। তাহলে এবার ভাই এসে তোমাকে বাঁচাক। এই বার্তা সলমনের জন্যেও। তোমাকে দাউদ রক্ষা করবে, এটা ভেব না। তোমাকে কেউ বাঁচাতে পারবে না। সিধু মুসেওয়ালার মৃত্যুর পর তোমার নাটকীয় মন্তব্য কারোর অগোচরে নেই।
Sponsored Ads
Display Your Ads Here
ও (সিধু) কেমন মানুষ ছিল, তা আমরা সকলেই জানি। এই হামলাকে নেহাতই প্রথম ঝলক। তুমি যে কোনো দেশে আশ্রয় নিতে পারো। কিন্তু মনে রেখো, মৃত্যুর জন্য কোনো ভিসা লাগে না।’’ আর সেই ঘটনার তিন মাসের মাথায় সলমন খানের খামারবাড়িতে অজেশ এবং গুরুসেবকের ভুয়ো পরিচয়ে প্রবেশের চেষ্টা। ফলে দুই ঘটনার মধ্যে কি কোনো যোগসূত্র রয়েছে কিনা? তা নিয়ে ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছেন।