নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ হাওড়ায় একটি ফ্ল্যাটে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় পুলিশ দু’জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ শে মে দুপুরে বেলিলিয়াস রোডে এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। করোনা পরিস্থিতিতে লকডাউন জারি থাকায় এলাকা ফাঁকা থাকার সুযোগ নিয়ে ছোটু শেখ ও মহম্মদ কলিম নামে দু’জন সশস্ত্র দুষ্কৃতী মাস্ক পরে রবীন্দ্রনাথ দের ফ্ল্যাটে ঢুকে পড়ে।
এরপর রবীন্দ্রনাথবাবু এবং তার পরিবারের সদস্যদের খুনের ভয় দেখিয়ে দড়ি দিয়ে বেঁধে লুঠপাট চালায়। ঘরের আলমারি সহ আসবাবপত্র সমস্ত কিছু লন্ডভন্ড করে দেয়। তারপর ছোটু ও কলিম পালানোর পরে রবীন্দ্রনাথবাবু এবং তার পরিবারের চিত্কার শুনে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করে।
হাওড়া থানার পুলিশ ও হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা এই ঘটনার খবর জানতে পেরে তদন্ত শুরু করলে সিসিটিভি ফুটেজ এবং মোবাই্লের সূত্র ধরে দুষ্কৃতীদের চিহ্নিত করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান এই ঘটনার সাথে চেনা পরিচিত লোকজন যুক্ত থাকতে পারে।
গতকাল রাতে কলিম ও ছটুকে হাওড়া থানা এলাকার ইস্ট-ওয়েস্ট বাইপাস থেকে গ্রেপ্তার করা হয়।আজ ধৃত দুজনকে হাওড়া আদালতে পেশ করা হলে বিচারক তিন দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেন।