পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ বর্তমান যুগে ছোটো থেকেই প্রায় প্রত্যেক বাচ্চার মধ্যেই অনলাইনে গেম খেলার প্রবণতা দেখা যায়। এবার দক্ষিণ চব্বিশ পরগনার মন্দিরবাজার থানার মৌজপুর এলাকায় এই অনলাইন গেম খেলাকে ঘিরে বন্ধুদের হাতে খুন হল ১২ বছরের সপ্তম শ্রেণীর ছাত্র সুরাজ লস্কর।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায়ই সুরাজের মোবাইলে অনলাইন গেম খেলাকে কেন্দ্র করে পাড়ার কিছু ছেলেদের সাথে ঝগড়া হতো। অন্যান্য দিনের মতো সোমবার বিকেলেও সে অনলাইনে গেম খেলার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল। কিন্তু এরপর আর বাড়িতে ফেরেনি। রাতভোর বাড়িতে না ফেরায় চিন্তিত পরিবারের লোকজন মন্দিরবাজার থানায় নিখোঁজ ডায়েরি করেন। তারপর গতকাল বিকালবেলা স্থানীয়রা মৌজপুর রেললাইনের ধারে সুরাজের ক্ষতবিক্ষত দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সুরাজের দেহ উদ্ধার করে ডায়মন্ডহারবার মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, সুরাজকে অভিযুক্তরা খুন করে ফেলে রেখে পালিয়ে গেছে। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ ঘটনার তদন্তে নেমে সুরাজের বন্ধুদেরকে জিজ্ঞাসাবাদের পর অভিযুক্ত দুই নাবালককে গ্রেপ্তার করেছে। এছাড়া এই ঘটনার সাথে আর কেউ জড়িত রয়েছে কি না তা পুরোপুরি ভাবে খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এমনকি পরিবারের সদস্যরা সকলেই কান্নায় ভেঙে পড়েছেন।