নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ নিজ রাজ্য ছেড়ে ভিন রাজ্যে কাজে গিয়ে প্রাণ হারালো মুর্শিদাবাদের হায়েক শেখ নামে একজন পরিযায়ী শ্রমিক।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, প্রতিদিনের মতো হায়েক চেন্নাইয়ে পল্লী বেকম থানার অন্তর্গত কাঞ্চিবাড়াম গ্রামে নির্মাণকার্যে গিয়েছিলেন। কাজ থেকে বাড়ি ফিরে এসে স্নান করার সময় হঠাত্ অসুস্থ হয়ে পড়লে স্থানীয় আর. কে. পি. হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক মৃত বলে ঘোষণা করেন।
অপরদিকে ২০ শে অক্টোবর সইবুর রহমান নামে আরেক পরিযায়ী শ্রমিক কাজ করার সময় ছাদের উপর থেকে পড়ে গিয়ে প্রাণ হারায়। মুর্শিদাবাদের সাগরদিঘী থানার কাবিলপু্রে দু’জন শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিজ রাজ্যে কোনো কলকারখানা, কোনো কর্ম সংস্থান নেই। এনআরইজিএ অর্থাত্ একশো দিনের কাজেরও কোনো নিশ্চয়তা নেই। ফলে রাজ্যের বহু শ্রমিক রুজি-রুটির টানে ভিনরাজ্যে পাড়ি দিচ্ছে।