নিজস্ব সংবাদদাতাঃ ছত্রিশগঢ়ঃ নিরাপত্তাবাহিনীর সাথে গুলির লড়াইয়ে নিহত হলেন ২ জন মাওবাদী নেতা। আর পুলিশ এই দুই জন মাওবাদী নেতার মাথার দাম এক লক্ষ টাকা রেখেছিলেন। বেশ কয়েকটি খুনের মামলাতেও অভিযুক্তদের নাম ছিল।
গোপন সূত্রে পুলিশ ও নিরাপত্তাবাহিনী খবর পেয়েছিল যে, প্রায় বারো জন মাওবাদীদের একটি দল চিন্তাগুফা থানা এলাকার অন্তর্গত তাড়মেটলা এবং দুলেড় গ্রামের পাশের জঙ্গলে জড়ো হয়েছিল। এরপর এদিন পুলিশ, ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) ও সিআরপিএফের যৌথবাহিনী দুলেড় গ্রামের জগরগুন্ডা জঙ্গলে তল্লাশি অভিযানে যায়।
এরপর অভিযান শুরু করতেই লুকিয়ে থাকা মাওবাদীরা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। আর মাওবাদীরা গুলি চালানো শুরু করতেই যৌথবাহিনী তৎপরতার সাথে পাল্টা আক্রমণ করলে দুই জন মাওবাদী নেতার মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, ‘‘গত ২৮ শে জুন তারা শিক্ষাদূত কবাসী সুক্কা ও তাড়মেটলার উপ-পঞ্চায়েত প্রধান মাড়বী গঙ্গাকে পুলিশের চর সন্দেহে খুন করে।’’