নিজস্ব সংবাদদাতাঃ খড়গপুরঃ শনিবার খড়গপুর থানার অন্তর্গত চাঙ্গুয়াল এলাকায় মাটি চাপা পড়ে ২ জন দুই ঠিকা শ্রমিকের মৃত্যু হয়েছে। দীর্ঘ টালবাহানার পর শেষমেশ ১২ ঘণ্টা পরে মৃতদেহ দু’টি উদ্ধার করা হয়েছে। মৃতরা হলো ২৭ বছর বয়সী রাহুল মিদ্যা। বাড়ি পশ্চিম মেদিনীপুরের শালবনি থানার গোদাপিয়াশাল এলাকায় ও ৪০ বছর বয়সী তাপস জানা। বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর এলাকায়। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
রাহুল এবং তাপস খড়গপুরের একটি মেটালিক্স কারখানায় কাজ করতে এসেছিলেন। কিন্তু কারখানার সম্প্রসারিত ছ’নম্বর ইউনিটে স্তূপীকৃত করে রাখা মাটি কাটার সময় মাটি চাপা পড়ে দুর্ঘটনাটি ঘটে। তবে সকালবেলা ঘটনাটি ঘটলেও মৃতদেহ উদ্ধার করতে বারো ঘন্টা পেরিয়ে যায়। খড়গপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান। শেষমেশ সন্ধ্যাবেলা প্রায় ৭টা ৩০ মিনিট নাগাদ মৃতদেহ দু’টি উদ্ধার করা সম্ভব হয়।
Sponsored Ads
Display Your Ads Here
অন্য দিকে, এই দুর্ঘটনায় ক্ষতিপূরণের দাবীতে শ্রমিকদের আন্দোলন শুরু হয়। এরপর কারখানা কর্তৃপক্ষের সাথে একদফা আলোচনার পর জটিলতা কিছুটা কাটে। কারখানা কর্তৃপক্ষের তরফে নিহত শ্রমিকদের পরিবারকে আর্থিক সাহায্যেরও আশ্বাস দেওয়া হয়েছে। কারখানার আধিকারিক ভাস্কর চৌধুরী জানান, ‘‘দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। কারখানার নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।’’ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুলিশ মৃতদেহ দু’টি উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যান।
Sponsored Ads
Display Your Ads Here