যাত্রীবাহী বাসের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ২
রাজ খানঃ বর্ধমানঃ মঙ্গলবার সকালে বর্ধমানের গুসকরা মানকর সড়কপথে আউশগ্রামের অভিরামপুর পেট্রোল পাম্পের কাছে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। দূর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ গুসকরা মানকর রোড অবরুদ্ধ হয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আউশগ্রাম থানার পুলিশ এসে পৌঁছায়। পুলিশসূত্রে জানা গেছে মৃতদের নাম দিলীপ বাউড়ি (৫০) ও অতুল মণ্ডল (৫৬)। তাদের বাড়ি আউশগ্রামের ভাল্কি গ্রামে।
জানা যায়, একটি বাইকে চড়ে দু’জনে মিলে চাষের কাজের জন্য কীটনাশক ওষুধ কিনতে গুসকরা যাচ্ছিলেন। সেই সময় বাসটি অভিরাম পাম্প থেকে তেল ভরে বেরোচ্ছিলো। তখনই বিপরীত দিক থেকে আসা বাইকের সঙ্গে গলিগ্রাম হয়ে বর্ধমানগামী বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জন বাইক আরোহীর।
পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালে পাঠিয়েছে। আর ঘাতক বাসটিকে আটক করেছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।