নিজস্ব সংবাদদাতাঃ কল্যানীঃ হঠাৎই দেড় মিনিটের জন্য হালিশহরে টর্নেডো হয়েছে। এই টর্নেডোর জেরে চল্লিশটি বাড়ি আংশিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৫ জন। আর পাণ্ডুয়ায় তড়িদাহত হয়ে মৃত্যু হয়েছে ২ জনের।
এর পাশাপাশি চুঁচুড়াতেও একটা টর্নেডো হয়েছে। সেখানেও কয়েকটি বাড়ি আংশিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবের জন্য এলাকায় এলাকায় বিক্ষিপ্ত ভাবে টর্নেডো হচ্ছে।
এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, “ক্ষয়-ক্ষতির জন্য মানুষকে বলব চিন্তা করবেন না। ঝড়টা কাটুক। তারপর আমরা আছি। ল্যান্ডফল হওয়ার পরেও ২ থেকে ৩ ঘণ্টা ঘূর্ণিঝড়ের রেশ থাকবে। তাই সাবধানে থাকতে হবে। আবহাওয়াবিদরা যা বলছেন তা বিশ্বাস করে সতর্ক থাকতে হবে”।