নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহারঃ গতকাল কোচবিহারের দিনহাটা থানার অন্তর্গত গিতালদহে শাসক দলের অন্দরে এলাকা দখলকে ঘিরে প্রবল গোষ্ঠী কোন্দলের জেরে প্রাণ হারাল ২ জন। আর আহত হয়েছেন আরো ৫ জন।
মৃত ব্যক্তিদের নাম হলো মান্নান হক ও মুজাফফর হুসেন। আহত বাকি মিন্টু হক, দুলাল মিঞা, আবাইদুল হক, দিলদার হুসেন এবং জাহাঙ্গির আলমকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া ও ব্লক সভাপতি সঞ্জয় বর্মনের অনুগামীদের মধ্যে বিরোধ চলছিল। এরপর গতকাল রাতে আচমকাই এলাকা দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূলের কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অবশ্য বিজেপির মদতপুষ্টদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। আবার তৃণমূলের ব্লক সভাপতি সঞ্জয় বর্মনও বলেন, “গোষ্ঠী কোন্দলের অভিযোগ ভিত্তিহীন। জমি নিয়ে পারিবারিক গন্ডগোলের জেরেই এই ঘটনা ঘটেছে”।
কিন্তু দিনহাটা থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সুপার সুমিত কুমার জানান, “ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের সংলগ্ন মরাকুঠি গ্রামে গুলি চালানোর ঘটনাটি ঘটেছে। স্থানীয় বিষয় নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরেই গুলি চলেছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। এই ঘটনায় ইতিমধ্যেই ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে”।