নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ শ্রাবণ মাস চলছে। সোমবার করে শিবের মাথায় জল ঢালতে পুণ্যার্থীদের ভিড় উপচে পড়ছে। এর মধ্যেই উত্তরপ্রদেশের লখনউয়ের বারাবনকিতে বিখ্যাত আউশনেশ্বর মহাদেব মন্দিরে জলাভিষেকের সময় বিদ্যুৎস্পৃষ্ট ও পরে পদপিষ্ট হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। আর অন্তত ৪০ জন পুণ্যার্থী আহত হয়েছেন। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে যায়।
শ্রাবণ মাস উপলক্ষে বিপুল পুণ্যার্থীদের ভিড় হয়েছিল। গভীর রাতে মন্দিরে জলাভিষেক হচ্ছিল। এমন সময় একটি বাঁদর বিদ্যুৎয়ের তারের উপরে পড়ে যায়। আর তার ছিঁড়ে তারটি লোহার কাঠামোয় গিয়ে লাগে। যার জেরে ভিড়ের মধ্যেই বেশ কয়েকজন পুণ্যার্থী বিদ্যুৎস্পৃষ্ট হন। ফলে আতঙ্কে ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরী হয়েছিল। এই দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে হায়দারগড়, ত্রিবেদীগঞ্জ সিএইচসি এবং বারাবনকি জেলা হাসপাতালে পাঠানো হয়।
কিন্তু ত্রিবেদীগঞ্জ কমিউনিটি হেলথ সেন্টারে দু’জনের মৃত্যু হয়েছে। আর যে চল্লিশ জন আহত হয়েছেন, তাদের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। এদিকে ডিএম এসপি সহ শীর্ষ আধিকারিকরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান। জেলাশাসক শশাঙ্ক ত্রিপাঠীর দাবী, “হঠাৎ একটি বাঁদর বিদ্যুৎয়ের তার ছিঁড়ে ফেলে, সেখান থেকেই বিপত্তি। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।”
Sponsored Ads
Display Your Ads Here