নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ অতি সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের চার নম্বর খানামোহনপুর গ্রামপঞ্চায়েতের চকরাধাবল্লভপুর এলাকায় সেপটিক ট্যাঙ্কে নেমে নাবালক সহ ৩ জনের মৃত্যু হয়েছিল। এবার ওই সেপটিক ট্যাঙ্ক থেকে আসা দুর্গন্ধে ২ জন মহিলা অসুস্থ হয়ে পড়লেন।
জানা গিয়েছে, এই ঘটনায় পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে এসে সেপটিক ট্যাঙ্ক থেকে নমুনা সংগ্রহ করতে গিয়েই রীতিমতো হতভম্ব হয়ে ওঠে। অর্থাৎ ওই সেপটিক ট্যাঙ্কের চেম্বার ভেঙে ড্রিলিং মেশিন চালাতেই ওই দুই জন মহিলাকে দেখা যায়। এরপর তড়িঘড়ি তাদের উদ্ধার করে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি একাধিক চোলাই মদ তৈরীর সরঞ্জামের ড্রামও উদ্ধার করা হয়েছে।
বহুদিন থেকে এলাকায় চোলাই মদের ঠেক নিয়ে নানা অভিযোগ রয়েছে। প্রসঙ্গত, গত শনিবার তিন জন ট্যাঙ্ক থেকে চোলাইয়ের সামগ্রী তুলতে গিয়েই তীব্র গ্যাসের কারণে দমবন্ধ হয়ে মারা যান।