নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ বাঁকুড়ায় পৃথক দুটি হাতির হানার ঘটনায় একই রাতে প্রাণ গেল এক জন মহিলা সহ দু’জনের। মৃতরা হলেন ৪৫ বছর বয়সী মঙ্গল বাউড়ি ও ৬৫ বছর বয়সী তুলসী বটব্যাল। পৃথক দুটি জায়গায় হাতির হানায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতেরবেলা বাঁকুড়ার বেলিয়াতোড় থানার সংগ্রামপুর গ্রামের বাসিন্দা মঙ্গল অসুস্থ স্ত্রীর জন্য ওষুধ কিনতে স্থানীয় বাঁধকানা বাজারে যান। এরপর ওষুধ কিনে বাড়ি ফেরার পথে জঙ্গলের মধ্যে দিঘির পাড়ে একটি হাতি তাকে আক্রমণ করায় সেখানেই প্রাণ হারান। তারপর রাস্তার ধারে একটি সর্ষের ক্ষেত থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়।
Sponsored Ads
Display Your Ads Here
অন্য দিকে, ওই দিনই বড়জোড়া থানার খাঁড়ারি অঞ্চলের ঝরিয়া গ্রামে একটি হাতি তুলসী দেবীর বাড়িতে হানা দিয়ে তাকে বাড়ির বাইরে টেনে এনে পায়ে থেঁতলে দিতেই ঘটনাস্থলেই মৃত্যু হয়। বড়জোড়া এবং বেলিয়াতোড় থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
জেলার উত্তর বন বিভাগের ডিএফও উমর ইমাম এই প্রসঙ্গে বলেন, ‘‘মৃতদের পরিবারকে সরকারী নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। উত্তর বনবিভাগের বিভিন্ন জঙ্গলে এই মূহূর্তে ৮৩ টি হাতি রয়েছে। হাতির হানায় দু’জনের মৃত্যুর খবর পাওয়ার পর প্রতিটি হাতির উপর নজরদারী শুরু হয়েছে। হাতিগুলিকে লোকালয় থেকে দূরের জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে।’’
Sponsored Ads
Display Your Ads Here