অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ মানিকতলায় নামী সংস্থার মোবাইল অর্ধেকের কম দামে বিক্রি হওয়ার খবর শুনেই মানিকতলা থানার পুলিশ তদন্ত শুরু করে। যারা মোবাইল কিনেছিলেন তাদের জিজ্ঞাসা করতেই জানা যায় ই-কমার্স সংস্থার পণ্য সরবরাহকারী এক কর্মী এই কাজের সাথে যুক্ত।
পুলিশ সূত্রে জানা যায়, ই-কমার্স সংস্থার সঙ্গে যুক্ত এক ডেলিভারি বয় ওই ই-কর্মাস সাইটের পণ্য বরাত দেওয়া ক্রেতাকে সরবরাহ না করে মাঝপথেই কম দামে বিক্রি করে দিচ্ছে। কিন্তু তার আগে কারচুপি করে সংস্থার কাছে জিনিস ডেলিভারি হওয়ার মেসেজ পাঠিয়ে দিচ্ছে।
যা নির্দিষ্ট ক্রেতার কাছে পৌঁছে গিয়েছে বলেই সংস্থাকে জানানো হয়েছিল। পুলিশ ই-কমার্স সংস্থার সাথে যোগাযোগ করে বিস্তারিত তথ্য পাওয়ার পর ক্রেতা সেজে প্রথমে লেকটাউনের দক্ষিণদাঁড়ির বাসিন্দা জয় মণ্ডল নামে একজনকে ধরে এগারোটি দামী মোবাইল উদ্ধার করে।
তারপরে দক্ষিণ কলকাতার পণ্ডিতিয়া রোডের বাসিন্দা রাজেশ সিংহ নামে অপর একজনের গ্রেপ্তার করে সাতটি মোবাইল উদ্ধার করা হয়। গতকাল পুলিশ জয় ও রাজেশকে শিয়ালদহ আদালতে তোলা হলে ২২ শে নভেম্বর পর্যন্ত পুলিশী হেফাজতে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। অভিযুক্তদের কাছ থেকে মোট আঠেরোটি মোবাইল উদ্ধার করা হয়।
আর পাশাপাশি আরো জানা গিয়েছে যে, অপরাধীরা একটি চক্রের সাথে জড়িত। অনেক সময় মোবাইলের পরিব্রতে বাক্সে অন্য কিছু ভরেও সরবরাহ করা হতো। আর ক্রেতাকে জানানো হতো যে জিনিস সরবরাহ করতে দেরী হবে।