নিজস্ব সংবাদদাতাঃ রাজস্থানঃ রাজস্থানের আলোয়ারের নওগাওয়া এলাকায় জমি বিবাদ নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে মারা যান ২ জন। আর আহত হয়েছেন ১৬ জন। মৃতরা হলো ৪৫ বছর বয়সী মাঙ্গটু সাইনি ও ৫০ বছর বয়সী ব্রজেশ সাইনি।
সূত্রের খবর, দুই গোষ্ঠীর সদস্যেরা একে অন্যের আত্মীয়। শুধু তিন জন বিপক্ষের ছিল। একে অন্যকে তরোয়াল দিয়ে আক্রমণ করায় গুরুতর আহত হয়ে মাঙ্গটু এবং ব্রজেশের মৃত্যু হয়েছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে নয় জনকে গ্রেফতার করেছেন। আর বাকি আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে।
Sponsored Ads
Display Your Ads Here