নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ আজ ভোরবেলা হাওড়ার উলুবেড়িয়ার ফকিরপাড়ায় ষোলো নম্বর জাতীয় সড়কের উপর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে ল্যাম্প পোস্টে ধাক্কা মারে। আর ওই ধাক্কার অভিঘাতে গাড়িটির সামনের অংশ পুরোপুরি অন্য দিকে ঘুরে যায়। এদিকে, বালি থেকে দীঘাগামী আর একটি গাড়ি ওই পথ দিয়ে উল্টো দিক থেকে আসছিল। তখন ওই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে সজোরে ধাক্কা মারে। এর জেরে এই দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। আর দশ জন আহত হয়েছেন।
জানা গেছে, বাগনানের মুরারিবাড় এলাকার একটি পরিবার বাউরিয়ায় শ্মশানে নিকটাত্মীয়ের শেষকৃত্য সম্পন্ন করে বাড়ি ফিরছিল। ফেরার পথে গাড়িটি ফকিরপাড়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়িটিতে মুখোমুখি ধাক্কা খায়। এই দুর্ঘটনায় প্রথম গাড়িটি থেকে বুলান ধারা ও প্রশান্ত পাঠক নামে দু’জনের মৃত্যু হয়। আর চালক সহ ছ’জন আহত হয়েছেন। এছাড়া দ্বিতীয় গাড়িটিতে আরো চার জন যাত্রী আহত হয়েছেন।
উলুবেড়িয়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করানো হয়। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, বাগনানের গাড়িটি বেপরোয়া ভাবে চালানোর ফলেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এই দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে বেশ কিছু ক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়।