নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকঃ দুই মেয়েকে নিজের অটো করে শহরের রাস্তায় ঘুরিয়ে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে অটোর মধ্যেই দুই মেয়েকে গলা টিপে খুন করে তাদের দেহ নিয়ে রাতভর রাস্তায় ঘোরার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। অভিযুক্তের নাম লক্ষ্মীকান্ত। পেশায় অটোচালক। এই চাঞ্চল্যকর ঘটনাটি কর্ণাটকের বেঙ্গালুরুতে ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, লক্ষ্মীকান্তের শ্রেয়া, সোনি, নভিত ও ময়ূরী নামে চার মেয়ে রয়েছে। স্ত্রী প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার পর থেকেই অবসাদে ভুগছিলেন। মঙ্গলবার সন্ধ্যাবেলা তিনি সোনি এবং ময়ূরীকে নিয়ে শহরের রাস্তায় ঘুরতে বেরিয়ে শহরেরই একটি পার্কের কাছে নির্জন জায়গায় গিয়ে গলা টিপে খুন করেন।
এরপর দুই মেয়ের দেহ নিয়ে রাতভর শহরের রাস্তায় ঘুরে পর দিন সকালবেলা বাড়িতে যান। বাড়ি থেকে আবার শ্রেয়া ও নভিতকে অটোতে তুলে সোজা থানায় হাজির হয়ে পুলিশের কাছে গিয়ে এই অপরাধের কথা স্বীকার করেন। আর সোনি এবং ময়ূরীর দেহ অটোতে রাখা রয়েছে জানান।
যা শুনে পুলিশ আধিকারিকরা রীতিমতো হতভম্ভ হয়ে গিয়েছিলেন। তারপর লক্ষ্মীকান্তবাবুর কথা অনুযায়ী পুলিশ আধিকারিকরা অটোর সামনে গিয়ে দেখেন দুই কিশোরীর দেহ অটোর আসনের উপর শোয়ানো। এর পরই লক্ষ্মীকান্তবাবুকে গ্রেফতার করা হয়।