নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ পূর্ব মেদিনীপুরে একই দিনে দু’টি পৃথক ঘটনায় ২ জন সিভিক ভলান্টিয়ারের মৃত্যু হলো। জানা যায়, কোলাঘাট থানার সিভিক ভলান্টিয়ার মধুমিতা রানা ভৌমিক নাইট ডিউটি সেরে বাড়ি ফিরছিলেন। তখন আচমকা একটি পিক আপ ভ্যান রাস্তার পাশে নেমে গিয়ে মুহূর্তের মধ্যে মধুমিতাকে পিষে দেয়। এরপর তার ঘটনাস্থলেই মৃত্যু হয়। কোলাঘাট থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মধুমিতাকে উদ্ধার করে তমলুক হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আর ইতিমধ্যেই পুলিশ গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে।
পাশাপাশি ঘাতক গাড়ি ও গাড়ির চালককেও আটক করা হয়েছে। অন্যদিকে, এদিন ভোরবেলা কোলাঘাটের পরিদ গ্রামের বাসিন্দা সুব্রত বর্মণ নামে এক জন সিভিক ভলান্টিয়ার ষোলো নম্বর জাতীয় সড়ক দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছিলেন। কিন্তু আচমকাই পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি লরি সুব্রতকে পিষে দেয়। তারপর প্রত্যক্ষদর্শীদের তৎপরতায় তাকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। তবে এখনো অবধি এই দুর্ঘটনায় ঘাতক লরি সহ লরির চালককে আটক করা যায়নি। এদিকে এই দুই মর্মান্তিক দুর্ঘটনায় মৃতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।