অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ সকাল ৬টা নাগাদ উত্তর কলকাতায় মানিকতলা মেন রোডের উপর একটি পুরোনো দোতলা বাড়ির একাংশ পাশের একতলা বাড়ির উপর ভেঙে চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনায় ২ জন শিশু আহত হয়েছে। বলা বাহুল্য, এই রাজবাড়িটি ২০০ বছরের পুরোনো।
প্রত্যক্ষদর্শীরা জানান, “বাড়িটির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। আর একটি বড়ো চাঙর ভেঙে পাশের বহুতলের কেয়ারটেকারের ঘরের মাথায় পড়ে। সেখানেই ওই দু’জন শিশু ছিল। তারা চাঙর খসে আহত হয়। এরপর তা দেখামাত্র সকলে ছুটে এসে আহত শিশুদের উদ্ধার করে ইএসআই হাসপাতালে নিয়ে যান।” মানিকতলা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান। পুলিশের অনুমান, একটানা বৃষ্টির জেরেই পুরোনো রাজবাড়ির একাংশ ভেঙে পড়েছে।
বত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তি রঞ্জন কুণ্ডু এই ঘটনা প্রসঙ্গে বলেন, “এই বাড়িটি একটি পুরোনো রাজবাড়ি। এটি বসবাসের অযোগ্য ছিল। বিপজ্জনক বাড়ি হিসেবে চিহ্নিত করা হয়েছিল। কলকাতা পুরসভার তরফে বাড়িটিতে বিপজ্জনক বাড়ির নোটিশও টানানো হয়। তবে এতরকমের শরিকি ঝামেলা থাকায় কোনো নিষ্পত্তি হয়নি। কলকাতা পুরসভাও কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। যদিও বাড়িটির যে অংশ খসে পড়েছে সেখানে বর্তমানে কেউ বসবাস করেন না।”
Sponsored Ads
Display Your Ads Here
বাড়িটির ভেঙে পড়ার অভিঘাত এতোটাই ছিল পাশের বহুতলের দেওয়ালের সঙ্গে এটির ব্যবধান কমে গিয়েছে। অর্থাৎ বাড়িটি হেলে পড়েছে। এমনকি পিছনের অংশ সম্পূর্ণ ধসে গিয়েছে। উল্লেখ্য, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে এভাবেই শহরে একের পর এক পুরোনো বাড়ি ভেঙে পড়ে।