নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের সামশেরগঞ্জের তিনপাকুড়িয়ার দেবীদাসপুর গ্রামে একটি কোচিং সেন্টারকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগে ২ জন আক্রান্ত হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতো এদিনও কোচিং সেন্টারে বাচ্চারা পড়তে এসেছিল। তখন কোচিংয়ের পিছনে একটি বাড়িতে অশান্তি চলছিল, সেখানেই ভাঙচুর চলে। এরপর হঠাৎ বেশ কয়েকজন গিয়ে কোচিং সেন্টারের দরজার সামনে বোমা ছোঁড়ে বলে অভিযোগ ওঠে। ওই সময় কোচিং সেন্টারে থাকা দু’জন কিশোর-কিশোরীর গায়ে বোমার স্প্লিন্টার ছিটকে এসে লাগে। তারপর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদিকে, সামশেরগঞ্জ থানার পুলিশও খবর পেয়ে ঘটনাস্থলে এসে গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন। উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে ওয়াকফ আইনের প্রতিবাদে এই সামশেরগঞ্জ উত্তপ্ত ছিল। একাধিক বাড়িতে বেপরোয়া ভাঙচুর সহ লুঠপাঠ চলে। সামশেরগঞ্জের পাশাপাশি ধূলিয়ান, সুতি সহ একাধিক এলাকায় কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে। ফলে কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়েছে। এরপর থেকেই পরিস্থিতি থমথমে। এরই মধ্যে এই ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়ায়। এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।