নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ আজ হুগলীর খানাকুল থানার অন্তর্গত আটঘড়া গ্রামে খেলতে গিয়ে বাড়ি সংলগ্ন পুকুরের জলে ডুবে মৃত্যু হয়েছে ৬ বছর বয়সী অর্পণ কর্মকার ও ৮ বছর বয়সী আকাশ মিদ্যার। এই মর্মান্তিক ঘটনায় পরিবার সহ সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অর্পণ সম্পর্কে আকাশের পিসতুতো ভাই। অন্যান্য দিনের মতো দুই ভাই খেলছিল। আর তখন পরিবারের সদস্যরা সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। কিন্তু কিছুক্ষণ পর অর্পণ ও আকাশকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করা হয়। অনেকক্ষণ পরে বাড়ির পাশের পুকুরে অর্পণ এবং আকাশের দেহ ভেসে উঠতে দেখা যায়।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টির তদন্ত শুরু করেন। তবে আচমকা জলে ডুবে গেল কিভাবে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। যদিও প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে যে, ওই দুই শিশু বাড়ির পাশে পুকুর পারে খেলতে গিয়েই পুকুরে পড়ে যায়।