পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ আজ সন্ধ্যাবেলা ডায়মন্ড হারবারের ফেরিঘাটে নদীর জলে তলিয়ে গেছে দুটি শিশু। মৃত শিশুরা হলো কলকাতার পঞ্চান্নগ্রামের বাসিন্দা ৫ বছর বয়সী আতিফা নাজরিন ও ৭ বছর বয়সী সিদ্রা তাসহিন। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
জানা গিয়েছে, আতিফা এবং সিদ্রা পরিবারের সাথে পূর্ব মেদিনীপুরের কুঁকুড়াহাটিতে ঘুরতে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে ডায়মন্ড হারবার ফেরিঘাটে লঞ্চ থেকে নেমে আসার সময় নদীতে পড়ে যায়। আর জোয়ার থাকায় মুহূর্তের মধ্যে নদীর জলে তলিয়ে যায়।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
বিপর্যয় মোকাবিলা বাহিনীও খবর পেয়ে ঘটনাস্থলে এসে দুই জন শিশুর সন্ধানে তল্লাশি চালাচ্ছে। পুরসভার আধিকারিক সহ ডায়মন্ড হারবারের মহকুমা শাসক অঞ্জন ঘোষও ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। অঞ্জন ঘোষ এই প্রসঙ্গে জানান, ‘‘দুই জন শিশুর তলিয়ে যাওয়ার খবর পাওয়ার পর তড়িঘড়ি সিভিল ডিফেন্স দলকেও উদ্ধারকাজে নামানো হয়েছে। বোট নিয়ে হুগলী নদীতে খোঁজ চালাচ্ছেন।’’