নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের ধুলিয়ানের কাঞ্চনতলা ঘাটে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল তিন জন পড়ুয়া। এদের মধ্যে এক জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেলেও বাকি দু’জন নিখোঁজ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সামশেরগঞ্জের হিজলতলা গ্রামের বাসিন্দা নাজিম শেখ, রোহন শেখ ও মোজাহিদ শেখ নামে তিন জন পড়ুয়া কাঞ্চনতলা জেডিজে ইনস্টিটিউশনের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের জন্য রাজ্যে আসা কেন্দ্রীয় বাহিনী বিদ্যালয়ে থাকায় বিদ্যালয় বন্ধ রয়েছে।
Sponsored Ads
Display Your Ads Hereসেই সুযোগে তারা গঙ্গায় স্নান করতে নেমে স্রোতের তোড়ে তলিয়ে যায়। এরপর এক জন মাঝির তৎপরতায় নাজিমকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও রোহন এবং মোজাহিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়ে রোহন ও মোজাহিদের সন্ধান চালানো শুরু করেন।