নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ বীরভূমের বোলপুর থানার অন্তর্গত সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের বড়ডিহা গ্রামে ইট ভাটার কাছে খেলতে গিয়ে এলাকার ২ জন শিশুর মৃত্যু হয়েছে। মৃতরা হলো ৭ বছর বয়সী রকি মুর্মু ও ৮ বছর বয়সী কাঞ্চন সরেন। এই ভয়ানক দুর্ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রকি এবং কাঞ্চন খেলতে খেলতেই ইট ভাটার মধ্যে থাকা মাটির স্তূপে চাপা পড়ে যায়। এরপর তাদের চিৎকার শুনে এলাকাবাসীরা ছুটে এলেও শেষ রক্ষা হয়নি। এলাকাবাসীদের দাবী, “ইট ভাটা কর্তৃপক্ষের গাফিলতির কারণেই ভিতরের পরিকাঠামো ঠিকঠাক নেই। আর তার জেরেই দুই শিশুকে অকাল প্রাণ দিতে হলো।” এদিকে, এই ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে আসেন।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
কিন্তু এলাকাবাসীরা অবিলম্বে ইট ভাটার মালিককে ঘটনাস্থলে আসার দাবী জানিয়ে রকি ও কাঞ্চনের দেহ ওই রাস্তার উপর আটকে রেখে তুমুল বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ বিশাল বাহিনী নিয়ে এসে কোনোভাবে পরিস্থিতি আয়ত্তে আনেন। তারপর পুলিশী আশ্বাসে অবরোধ উঠে গেলে মৃতদেহ দু’টি বোলপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়।