নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ উত্তরপ্রদেশের বদায়ুঁতে গাড়িতে ঢুকে গাড়ির দরজা খুলতে না পেরে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় ৫ বছর বয়সী দু’টি শিশুর। মৃত শিশুরা হলো আয়ান ও সেলিম। এই ঘটনায় সমগ্র পরিবার জুড়ে গভীর ভাবে শোকের ছায়া নেমে আসে।
এই ঘটনায় আয়ান এবং সেলিম বাড়ির বাইরে খেলছিল। কিন্তু খেলতে খেলতে কিছু দূরে দাঁড় করানো একটি গাড়িতে উঠে পড়ে। আর গাড়িতে উঠতেই ভিতর থেকে দরজা বন্ধ হয়ে যায়। গাড়ির জানলার সবক’টি কাচ বন্ধ থাকায় তা খুলতে না পেরে ওই দু’জন শিশুর শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল বিকেলবেলা তারা বাড়ির সামনেই খেলছিল। তবে সন্ধ্যা হয়ে গেলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা ডাকতে গিয়ে দেখেন আয়ান ও সেলিম যেখানে খেলছিল সেখানে নেই। ফলে আতঙ্কিত হয়ে প্রতিবেশীদের সাথে নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
তবে তাতেও খুঁজে না পেয়ে মসজিদের মাইক থেকে আয়ান এবং সেলিমের নাম ঘোষণা করা হয়। আর সেই আওয়াজ শুনেও ফিরে না আসায় রাতেরবেলা পুলিশের কাছে নিখোঁজ ডায়েরী করা হয়। এরপর পুলিশ এই ঘটনাটির তদন্তে নামেন।
এরইমধ্যে ওই দুই পরিবারের সদস্যদের মধ্যে একজন বাড়ি থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা ওই গাড়ির ভিতরে একটি হাত দেখতে পেয়ে চিৎকার করে ওঠেন। এরপর তড়িঘড়ি ওই গাড়ির মালিককে ডেকে গাড়িটি খুলতেই দেখা যায় গাড়ির মধ্যে আয়ান ও সেলিমের নিথর দেহ পড়ে রয়েছে।