নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ গতকাল মালদার চাঁচল ২ নম্বর ব্লকের ক্ষেমপুর গ্রাম পঞ্চায়েতের মালাহার গ্রামের গোপালপুরে বাড়ির সামনে খেলতে খেলতে জলাশয়ে পড়ে মৃত্যু হলো ২ শিশুর। মৃত দুই শিশুর নাম অভিজিত্ ভুঁইয়া। বয়স ৩ বছর। আর সোম ঠাকুর বয়স ৪ বছর।
https://www.youtube.com/watch?v=z3-vzsuH17g
Sponsored Ads
Display Your Ads Hereস্থানীয় সূত্রে জানা গেছে, অভিজিৎ এর বাবা বিপুল ভুঁইয়া ও সোমের বাবা শ্যাম ঠাকুর পেশায় কৃষিজীবী। সকাল বেলা অভিজিত্ এবং সোম বাড়ির সামনেই খেলা করছিল। সেই সময় দুর্ঘটনাবশত অভিজিত্ ও সোম পাশের জলাশয়ে পড়ে যায়। সেই সময় বিষয়টি কারোর নজরে আসেনি। পরে স্থানীয়রা ওই পুকুরে সোমের দেহ ভাসতে দেখেন। এরপর কিছুক্ষণ পর অভিজিৎ এর দেহ ভেসে ওঠে।
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=iodsQ-wXU_k
মর্মান্তিক এই ঘটনার খবর পেয়ে এলাকার বিধায়ক আবদুর রহিম বকসি এবং মালদা জেলা পরিষদের কর্মধক্ষ রফিকুল হোসেন ঘটনাস্থলে এসে উপস্থিত হন। বিধায়ক আব্দুর রহিম বক্স বলেছেন, “মর্মান্তিক ঘটনা। ঘটনার খবর পেয়েই তিনি গ্রামে ছুটে এসেছেন। মৃত দুই বাচ্চাকে অভিভাবকদের কাছে ফিরিয়ে দেওয়া যাবে না সেটা ঠিক। কিন্তু ওই দুটি পরিবারের পাশে আছি। দুটি পরিবারকেই যাবতীয় সাহায্য করা হবে”।
Sponsored Ads
Display Your Ads Here
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।