নিজস্ব সংবাদদাতাঃ পুরুলিয়াঃ আজ পুরুলিয়ার বলরামপুর ব্লকের কদমডি গ্রামে অগ্নিকাণ্ডে জেরে ২ জন শিশুর পুড়ে মৃত্যু হয়েছে। দু’জনেরই আনুমানিক বয়স সাড়ে তিন বছরের কাছাকাছি। এই মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকাময় শোকের ছায়া ছড়িয়ে পড়েছে। মৃত শিশুদের নাম আকাশ বেসরা ও সালেমান হেমব্রম।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন হঠাৎ খড়ের গাদায় আগুন লেগে যায়। তখনই আকাশ এবং সেলামান ঝলসে যায়। এলাকাবাসীরা আগুন দেখতেই দ্রুত ছুটে এসে নেভাতে আসেন। আবার মেশিন দিয়েও জল নেভানোর কাজ করা হয়। এরপর আগুন নিভতেই খড়ের গাদার ভিতর থেকে দু’জন শিশুকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বলরামপুর বাঁশগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এদিকে, পুলিশ এই ঘটনার খবর পেয়ে শীঘ্র ঘটনাস্থলে পৌঁছান। আর আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে। পাশাপাশি এলাকাবাসীদের জিজ্ঞাসাবাদও শুরু করেছেন।










