মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ সম্প্রতি হাওড়ার নিশ্চিন্দায় দুই রাজমিস্ত্রীর সাথে দুই গৃহবধূর বাড়ি ছেড়ে পালানোর খবর সাড়া ফেলে দিয়েছিল। এবার উত্তর চব্বিশ পরগণার বাগদায় সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিন্দ্রানি এলাকার দুই টোটোচালকের নাম শিবু মজুমদার ও বিশ্বজিৎ মণ্ডল। টোটো চালানোর পাশাপাশি শিবুর ওই এলাকায় একটি চালের দোকানও রয়েছে। টোটোয় চলাফেরা থেকেই পাল বাড়ির মেজো বউ মিঠু পাল এবং ছোটো বউ পবিত্রা পালের সাথে পরিচয় ঘটে। আর ধীরে ধীরে প্রণয়ের সম্পর্ক তৈরী হয়।
Sponsored Ads
Display Your Ads Here
শনিবার বিকেলবেলা মিঠু ও পবিত্রা ননদের বাড়ি যাচ্ছেন বলে বেরিয়েছিলেন। পবিত্রা নিজের ছেলেকে সাথে নিয়ে বেরিয়েছিলেন। এছাড়া সোনার গহনা এবং কিছু টাকাপয়সাও নিয়ে গিয়েছেন। এই ঘটনার পরেই শ্বশুর শিবপদ পাল স্থানীয় পঞ্চায়েত ও থানার দ্বারস্থ হয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here
বাড়ির দুই বউ ঘর ছাড়ার পর জানান, “বড়ো ছেলে পরিবার নিয়ে বাইরে থাকেন৷ মেজো ছেলে এবং ছোটো ছেলে পুণেতে একটি নির্মাণ সংস্থায় কাজ করেন৷ ২২ বছর আগে মিঠুর সাথে মেজো ছেলের বিয়ে হয়েছিল। দুই ছেলেও রয়েছে। আর পবিত্রার পাঁচ বছর বয়সী একটি সন্তানও রয়েছে।”
Sponsored Ads
Display Your Ads Here
তিনি এও বলেন যে, “মিঠু ও পবিত্রা ফিরে এলে মেনেও নেবেন। এই চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে আন্দুলপোতা এবং সিন্দ্রানি গ্রাম পঞ্চায়েত এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।।”