অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক ২ বাংলাদেশী
স্নেহাশীষ মুখার্জিঃ নদীয়াঃ অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিএসফ দুই বাংলাদেশীকে গ্রেপ্তার করলো।
সূত্রের খবর, বিএসএফ কর্মীরা নদীয়ার হাঁসখালি থানার বগুলা বর্ডার সংলগ্ন এলাকায় টহল দেওয়ার সময় দুই জনকে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে গ্রেপ্তার করে। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশ সূত্রে খবর, ধৃত দুই জনের নাম সঞ্জীব দে ও রিক্তা বেগম। ধৃতরা বাংলাদেশের পাটকেল ঘাটা এলাকার বাসিন্দা। এই ধৃতদের রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়।