মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ গতকাল উত্তর চব্বিশ পরগণার বনগাঁর গোপালনগর বাজার এলাকায় এক সোনার দোকানে ঢুকে হাত সাফাইয়ের অভিযোগে ২ জন মহিলাকে আটক করা হয়েছে। কিন্তু প্রথমে দোকান মালিকের তাদের দেখে কোনো সন্দেহই হয়নি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায়। ধৃতদের নাম জোহরা বেগম ও বিলকিস মণ্ডল।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, জোহরা এবং বিলকিস ওই এলাকার একটি সোনার দোকানে আসেন। এরপর একের পর এক সোনা-রুপোর গয়না দেখতে শুরু করেন। কিছুক্ষণ পরেই দোকান মালিক বুঝতে পারেন দোকানের সোনার গহনা সাফাই হচ্ছে। তৎক্ষণাৎ তিনি তাদের আটকে রেখে গোপালনগর থানায় খবর দেন। আর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে জোহরা ও বিলকিসকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here
এছাড়া জোহরা এবং বিলকিসের ব্যাগ তল্লাশি করে একটি সোনার বালা ও কয়েকটি রুপোর গহনা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি উদ্ধার হওয়া পাসপোর্ট খতিয়ে দেখে পুলিশ জানতে পারে ওই দুই জন মহিলাই বাংলাদেশের বাসিন্দা। উল্লেখ্য, এর আগেও জোহরা এবং বিলকিসের বিরুদ্ধে একাধিক বার এমন ভাবে সোনা চুরির অভিযোগ রয়েছে। আজ পুলিশ জোহরা ও বিলকিসকে বনগাঁ মহকুমা আদালতে হাজির করে পাঁচ দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়।
Sponsored Ads
Display Your Ads Here