নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ বীরভূমে কাজ সেরে বাড়ি ফেরার সময় রাস্তা থেকে টেনেহিঁচড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠলো ২ জন অভিযুক্তের বিরুদ্ধে। এই ঘটনার সময় অভিযুক্তদের এক জন রাস্তায় দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল বলে জানা গেছে।
জানা গেছে, শান্তিনিকেতনের বাসিন্দা ওই তরুণী একটি হোটেলে কাজ করেন। গত ২ রা মার্চ দুপুরবেলা ১ টা ৩০ মিনিট নাগাদ কাজ সেরে দিদির বাড়ি যাওয়ার পথে তিন জন তাকে টেনেহিঁচড়ে তুলে একটি ফাঁকা মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরপর পরিবারের সদস্যরা জানতে পেরে তরুণীকে চিকিৎসকের কাজে নিয়ে যান।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
চিকিৎসক বিষয়টি পুলিশকে জানালে পুলিশ হাসপাতালে এসে তরুণীর বয়ান নেন। আর যে অভিযুক্ত রাস্তায় পাহারা দিচ্ছিল তার নামও পুলিশকে জানা হয়েছে। অভিযুক্ত বোলপুরের একটি রিসর্টের কর্মী। পুলিশ অভিযোগের ভিত্তিতে তাকে ও তার এক জন সঙ্গীকে গ্রেফতার নিজেদের হেফাজতে নিয়েছেন। বাকিদের তল্লাশি চালানো হচ্ছে।
তদন্তকারীদের প্রাথমিক অনুমান, বোলপুরের ওই রিসর্টে বসে ওই কাণ্ডের পরিকল্পনা করা হয়েছিল। ইতিমধ্যেই ওই রিসর্টের মালিককেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আর অপরাধ প্রমাণিত হলে পুলিশ দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়ার আশ্বাস জানিয়েছেন।