নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ দীর্ঘদিন থেকে পালিয়ে থাকা গাঁজা পাচারে দুই অভিযুক্ত যুবককে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ গ্রেপ্তার করলো।
ধৃতদের বিরুদ্ধে শহরে গাঁজা সহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রির অভিযোগ রয়েছে। পুলিশ তদন্তে নেমে জানতে পারে যে ধৃত দুই যুবক বাইরের জেলা থেকে শহরে গাঁজা নিয়ে আসতো। সেই গাঁজা শহর ও শহরতলীর এলাকার বিভিন্ন জায়গায় বিক্রি করে যুব সমাজ নষ্ট করছিল বলে দাবী পুলিশের।
ধৃতদের বিরুদ্ধে ব্রাউন সুগার সহ নেশার ট্যাবলেট বিক্রি করার অভিযোগ রয়েছে। উল্লেখ্য যে কয়েকদিন আগে পুলিশ শহর থেকে গাঁজা সহ তিন জন যুবককে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া তিন জন যুবকের মধ্যে দুই যুবককে পুলিশ রিমান্ডে নেয়।
ওই তিন জন যুবকদের জেরা করে ধৃত দুই জনের খোঁজ পায়। আজ পুলিশ অভিযান চালিয়ে ধৃতদের গ্রেপ্তার করে। ধৃতরা হলেন শহরের কিং সাহেব ঘাটের বাসিন্দা সমীর মণ্ডল এবং রেসকোর্স পাড়ার ভানু নগরের বাসিন্দা প্রকাশ ছেত্রী। এদিন ধৃতদের জেলা ও দায়রা আদালতে তোলা হয়েছে।