নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহারঃ কোচবিহারের মাথাভাঙা মহকুমার শীতলকুচি আকড়ার হাট সংলগ্ন এলাকায় ‘সব্জি’ খেয়ে অসুস্থ হয়ে পড়েন প্রায় ২০ জন। আর ১ জনের মৃত্যুও হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃতের নাম পূর্ণিমা বর্মণ। বয়স ৬২ বছর।
স্থানীয় সূত্রে জানা যায়, আকড়ার হাট এলাকার কয়েকজন বাসিন্দা বাজার থেকে ‘গাছ আলু’ নামে একটি সব্জি কিনে বাড়িতে রান্না করে খেয়েছিল। এরপর কিছুক্ষণ পরে বমি শুরু হয়। তারপর একে একে পরিবারের সকলে অসুস্থ হতে থাকে। ফলে অসুস্থদের মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু রবিবার পূর্ণিমা দেবীর মৃত্যু হয়েছে। বাকিদের কোচবিহার মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে। পরে জানতে পারা যায়, ওটি আদৌ‘গাছ আলু’ ছিল না। সেটি বিষাক্ত কোনো গাছের মূল ছিল। যা দেখতে অবিকল ‘গাছ আলু’র মতো।
মাথাভাঙা হাসপাতালের এক চিকিৎসকও একই কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘‘যেটি রান্না করে খাওয়ার পর অনেকে অসুস্থ হয়ে পড়েন বলে জানা যায়, সেই জিনিসটি বাড়ি থেকে এক জন এনেছিলেন। পরীক্ষা করে দেখা গিয়েছে, তার মধ্যে বিষাক্ত উপাদান রয়েছে। অসুস্থদের প্রত্যেককে কোচবিহার মেডিক্যাল কলেজে রেফার করা হয়েছে। তবে যাঁদের হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, তাঁদের মধ্যে এক জনকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।’’