ব্যুরো নিউজঃ নিউইয়র্কঃ গতকাল আমেরিকার নিউইয়র্ক শহরের ব্রঙ্কস এলাকায় ইস্ট ১৮১ নম্বর স্ট্রিটের একটি বহুতল আবাসনে আগুন লেগে প্রাণ হারিয়েছেন শিশু সহ মোট ১৯ জন। আর আহত হয়েছেন ৬৩ জন। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। গোটা এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।
দমকল বাহিনী খবর পেয়ে প্রায় ২০০ জন কর্মী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। দমকল বাহিনীর প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে যে কোনো এক বেডরুমের একটি অকেজো বৈদ্যুতিক হিটার থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রথমে দ্বিতীয় ও তৃতীয় তলায় আগুন লাগে। এরপর ওই বেডরুম থেকে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে।
এদিকে আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদের মধ্যে গুরুতর অগ্নিদগ্ধ ৩২ জনের প্রাণহানির আশঙ্কাও করা হচ্ছে। নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস এই ঘটনা প্রসঙ্গে বলেন, ‘‘এটি সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। এই ঘটনা নিউইয়র্ক শহরের জন্য অত্যন্ত ভয়ঙ্কর ও বেদনাদায়ক। এই অগ্নিকাণ্ড শহরবাসীর হতাশার কারণ হয়ে উঠবে’’।