নিজস্ব সংবাদদাতাঃ কেরলঃ আজ ভোরে ৪টে ১০ মিনিটে কেরলের ওয়েনাড়ের পার্বত্য এলাকায় কাদাপাথরের স্তূপে চাপা পড়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ধ্বংসস্তূপে আরো অনেকে চাপা পড়ে থাকার আশঙ্কা আছে। এদিন আরো একটি জায়গায় ধস নামার খবর আসে।
গত কয়েক দিন ধরেই ওয়েনাড়ে ভারী বৃষ্টি হচ্ছে। এদিন এলাকায় প্রথম ধস নামার খবর পাওয়া যায়। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে এসে জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের সাথে উদ্ধারকাজে নামে। এমনকি বায়ুসেনার দু’টি হেলিকপ্টারকেও উদ্ধারকাজে মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আহতদের উদ্ধার করে মেপ্পাডি এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
কেরলের মুখ্যমন্ত্রী বিজয়ন একটি সংক্ষিপ্ত বিবৃতি দিয়ে জানান, “উদ্ধারকাজে গতি আনতে সব রকম পদক্ষেপ করা হয়েছে। কিন্তু বৃষ্টির কারণে মাঝেমধ্যেই উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।” রাজস্বমন্ত্রী কে রাজন বলেন, “ভোরবেলা আট জনের মৃত্যু হয়েছিল বেলা গড়ানোর সাথে সাথে নিহতদের সংখ্যা বাড়তে থাকে। ভারী বৃষ্টি ও ধসের কারণে ওয়েনাড় জেলার মেপ্পাডি, মুন্ডাকাই এবং চুরাল মালায় সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে।”
Sponsored Ads
Display Your Ads Here
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় নিজের এক্স হ্যান্ডলে শোকপ্রকাশ করে বলেছেন, “কেরলের মুখ্যমন্ত্রী বিজয়নের সাথে কথা হয়েছে। কেন্দ্রের তরফে কেরল সরকারকে সব রকম সাহায্য করারও আশ্বাস দেওয়া হয়েছে। আর প্রধানমন্ত্রীর তরফে এই দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানানো হয়েছে।” অন্যদিকে, লোকসভার বিরোধী দলনেতা তথা লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ রাহুল গান্ধী জানিয়েছেন, “উদ্ধারকাজের বিষয়ে তাঁর সাথেও কেরলের মুখ্যমন্ত্রী এবং স্থানীয় জেলাশাসকের কথা হয়েছে।”
Sponsored Ads
Display Your Ads Here