অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আর জি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় এখনো অবধি মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ সকালে কলকাতা পুলিশ এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে জানায়, “সমাজমাধ্যমের সহায়তায় পাঁচ জন হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে।” এছাড়াও জানিয়েছে, “যদি আপনারা আমাদের আগের পোস্ট থেকে কোনো অভিযুক্তকে শনাক্ত করতে পারেন, তবে দয়া করে আমাদের জানান।”
বুধবার মধ্যরাতে একদিকে যখন আর জি কর হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে ‘মেয়েদের রাত দখল’ কর্মসূচী চালাচ্ছিল তখন অপরদিকে ওই হাসপাতালে এক দল দুষ্কৃতীর তুমুল তাণ্ডব চালায়। হাসপাতালের ওষুধ সহ হাসপাতালের জরুরী বিভাগের টিকিট কাউন্টার, এইচসিসিইউ (হাইব্রিড ক্রিটিক্যাল কেয়ার ইউনিট), সিসিইউ (ক্রিটিক্যাল কেয়ার ইউনিট) এবং ওষুধের স্টোররুম তছনছ করা হয়। সাথে পুলিশের গাড়ি ভাঙচুর ও পুলিশকর্মীদের উপর হামলাও চালানো হয়। আর এই ঘটনায় গতকাল রাত অবধি পুলিশ বারো জনকে গ্রেফতার করেছিল।
Sponsored Ads
Display Your Ads Here
লালবাজারের একটি সূত্রের মাধ্যমে জানা গেছে, কলকাতার পুলিশ কমিশনার (সিপি) বিনীত গোয়েল অভিযুক্তদের নিজেই জিজ্ঞাসাবাদ করেন। পাশাপাশি অভিদের বিরুদ্ধে তিনটি মামলাও রুজু করা হয়। এই হামলার ঘটনায় কলকাতা পুলিশের নেটমাধ্যমের পাতায় পঞ্চাশটিরও বেশী ছবি প্রকাশ করা হয়েছে। তাতে বেশ কয়েক জন পুরুষ ও মহিলাকে লাল গোল দাগে চিহ্নিত করে ওই পোস্টে লেখা হয়- ‘‘সন্ধান চাই: নীচের ছবিতে যাদের চেহারা চিহ্নিত করা হয়েছে, তাদের সন্ধান জানা থাকলে অনুরোধ, জানান আমাদের, সরাসরি বা আপনার সংশ্লিষ্ট থানার মাধ্যমে।’’
Sponsored Ads
Display Your Ads Here