নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ মুম্বইয়ের একটি স্কুলে ১৮ জন শিক্ষারথীর শরীরে করোনাভাইরাসের সন্ধান পাওয়া গেল। এই পরিস্থিতিতে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে মুম্বইয়ের ওই স্কুল সংলগ্ন এলাকা সহ পড়ুয়া ও শিক্ষকদের পরিবারের সদস্যদের করোনা পরীক্ষা শুরু ক্রা হয়েছে।
মহারাষ্ট্র সরকারের স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, গত ১৩ ই ডিসেম্বর ওই স্কুলের কয়েক জন শিক্ষার্থীর করোনা পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে সাত জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর আরো ৬৫০ জন শিক্ষার্থীর করোনা পরীক্ষা করা হলে ১১ জনের করোনা সংক্রমিত হওয়ার রিপোর্ট আসে।
Sponsored Ads
Display Your Ads Here
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, আক্রান্ত শিক্ষার্থীর মধ্যে সম্প্রতি এক জনের বাবা কাতার থেকে মুম্বইয়ে ফিরেছিলেন। মনে করা হচ্ছে, ওই পড়ুয়ার থেকেই সংক্রমণ ছড়িয়েছে। অবশ্য ওই ব্যক্তির আরটিপিসিআর পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।
Sponsored Ads
Display Your Ads Here
প্রসঙ্গত উল্লেখ্য যে, সরকা্রী তথ্য অনুযায়ী গতকাল মহারাষ্ট্রে নতুন করে ৯০২ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে আট জনের জিন পরীক্ষায় করোনাভাইরাসের আরেক রূপ ওমিক্রনের উপস্থিতি ধরা পড়েছে। যাদের মধ্যে ছয় জন পুণের বাসিন্দা।
Sponsored Ads
Display Your Ads Here