নিজস্ব সংবাদদাতাঃ রাজস্থানঃ বেশ কয়েকদিন থেকে রাজস্থান জুড়ে মেঘলা আকাশ ও প্রায়শই বৃষ্টিপাত লেগে আছে। গতকাল বেশ কয়েকজন রাজস্থানের জয়পুরের আমের ওয়াচ টাওয়ার গিয়েছিলেন। ঠিক সেই সময় আচমকা আকাশ ঘন কালো মেঘে ঢেকে ভয়াবহ আকার ধারণ করে। ৪০ মিনিটের মধ্যে প্রবল শব্দে দু’টি বাজ পড়ে। ফলে ওই ওয়াচ টাওয়ারে থাকা ১১ জনের মৃত্যু হয়। আর কোটা এলাকায় মৃত্যু হয়েছে ৪ জন শিশুর। এছাড়া ঢোলপুরের বাদিতে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে ৩ জনের। তাছাড়া আহত হয়েছেন ১৭ জন। এরা প্রত্যেকেই জয়পুরের হাসপাতালে চিকিত্সাধীন আছে।
রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন। পাশাপাশি উপ মুখ্যমন্ত্রী শচীন পাইলট ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজেও শোকপ্রকাশ করেছেন। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারের প্রতি টুইটের মাধ্যমে শোকজ্ঞাপন করে নিহতদের পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here
তবে কেবলমাত্র রাজস্থানই নয় মধ্যপ্রদেশেও বজ্রাঘাতে প্রাণ হারিয়েছে ৭ জন। তার মধ্যে এক জন বেতুল, এক জন শিবপুরির, এক জন অনুপপুর এবং দু’জন শেওপুর ও দু’জন গোয়ালিয়রের বাসিন্দা। বজ্রাঘাতে মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমেছে।
Sponsored Ads
Display Your Ads Here
Sponsored Ads
Display Your Ads Here