নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ আজ ভোররাতে উত্তরপ্রদেশের উন্নাওয়ের লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে বেহতা মুজাওয়ার এলাকায় আচমকা দুধের ট্যাঙ্কারের সঙ্গে দিল্লিগামী একটি দূরপাল্লার বাসের ধাক্কা লাগতেই বাস ও ট্যাঙ্কার দুটোই উল্টে যায়। এর জেরে শিশু সহ অন্তত ১৮ জন বাস যাত্রী প্রাণ হারায়। আর অনেকে আহত হয়েছে। কিন্তু বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। জানা যাচ্ছে, বাসে ৫০ জন যাত্রী ছিলেন। আর বাসটি বিহার থেকে রওনা দিয়েছিল।
সূত্রের খবর, প্রত্যক্ষদর্শীদের বিষয়টি নজরে আসতেই দুর্ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। আর উল্টে পড়া বাসের মধ্যে থেকে যাত্রীদের বার করে আনার চেষ্টা করেন। পাশাপাশি পুলিশকে খবর দেওয়া হয়। এরপর বাঙ্গারমাউ এবং বেহতা মুজাওয়ার থানার পুলিশ সহ উদ্ধারকারী দল খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। প্রথমে উদ্ধারকারী দল বাসের জানলা ভেঙে যাত্রীদের বার করার কাজ শুরু করে। অন্যদিকে, আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
Sponsored Ads
Display Your Ads Here
এছাড়া এসডিএম নম্রতা সিংহ ঘটনাস্থলে এসে জানান, ‘‘যাত্রীদের উদ্ধার করাই এখন প্রাথমিক কাজ। তবে দুর্ঘটনাটি ঘটলো কিভাবে তা খতিয়ে দেখা হবে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বাস চালক বাস চালাতে চালাতে ঘুমিয়ে পড়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। আপাতত নিহত ও আহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।’’
Sponsored Ads
Display Your Ads Here